আশাশুনি ইউএইচএ’র উপজেলা চেয়ারম্যান ও ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ

জি এম মুজিবুর রহমান:

আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদানকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেরা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৩ এপ্রিল) সকালে পৃথক পৃথক এ সৌজন্য সাক্ষাৎ করা হয়। উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম এর বাস ভবনে এবং উপজেলা নির্বাহী অফিসার ইয়ানূর রহমান এর সাথে তার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হক।

এসময় নবাগত স্বাস্থ্য কর্মকর্তাকে স্বাগত জানানোর পাশাপাশি স্বাস্থ্য বিভাগকে আরও গতিশীল ও জনগণের কল্যাণে এগিয়ে নিতে পরামর্শ ও পারস্পরিক মতবিনিময় করা হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দীপন বিশ্বাস, এমওডিসি ডাঃ মোঃ আব্দুর রহমান, সহঃ স্বাস্থ্য পরিদর্শক (ভারঃ) মোক্তারুজ্জামান স্বপন উপস্থিত ছিলেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)