শ্যামনগরে মানবকল্যান ফাউন্ডেশনের আয়োজনে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ
Post Views:
৩০৫
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলায় অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহেরী সমগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার শ্যামনগর মানব কল্যান ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার কৈখালী, রমজাননগর, বুড়িগোয়ালিনী, ঈশ্বরীপুর ও শ্যামনগর সদর ইউনিয়নের অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহেরী খাদ্য সমগ্রী হিসেবে চাউল, সয়াবিন তৈল, আলু, পেয়াজ, খেজুর, ছোলা, মুড়ি প্রভৃতি বিতরণ করেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মফিজুল ইসলাম। এ সময় তিনি বলেন, রমজান মাসে রোজা থেকে খাদ্য সামগ্রী নিতে আসতে কষ্ট হবে বিধায় আমাদের স্বেচ্ছাসেবীদের মাধ্যমে গরীব অসহায় মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার ও সাহরি সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি। আপনারা আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া এবং সার্বিক সহযোগিতা করবেন যাতে ভবিষ্যতে আমরা ব্যাপক আকারে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি।