না ফেরার দেশে চলে গেলেন পাটকেলঘাটার শিক্ষক গিয়াসউদ্দীন
ফারুক সাগর:
সাতক্ষীরা পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গিয়াস উদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে ঢাকার সিকেডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। এই গুনীব্যক্তির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও দুইমেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার আসর নামাজের পর ভারসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাযা নামাযের সকলকে উপস্থিত হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। মরহুম গিয়াসউদ্দিন আহমেদ ১৯৪৩ সালে ভারসা গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চাকরি জীবনে ইংরেজি শিক্ষক হিসাবে সুনামের সহিত চাকুরি জীবন অতিবাহিত করেন।
ব্যক্তিগত জীবনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।