প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ
Post Views:
৪৮৬
নিজস্ব প্রতিনিধি :
আত্বমানবতার সেবায় নিবেদিত প্রাণ, স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে কাটিয়া আমতলা পাবলিক স্কুলের পাশে ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কাটিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন কাটিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দৈয়দ রেজাউল হোসেন টুটুল, কাটিয়া পৌর ওয়ার্ড আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক। সরকারি রেশন ঠিকাদার বর্ডার গার্ড মোঃ শামীম মল্লিক এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের দেশের অসহায় নিম্ম আয়ের মানুষের মাঝে ইফতার উপহার দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আগামীতেও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা এসব নিম্ম আয়ের মানুষের পাশে থাকবে। এছাড়াও সমাজের বিত্তবানদের অনুরোধ করবো যে যার জায়গা থেকে সমাজের অসহায় গরীব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আর সি বর্ডার গার্ড ম্যানেজার শফিউদ্দীনের এর তত্ত্বাবধানে প্রবাসী মোঃ মিজানুর রহমানের সহযোগিতায়, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল-ইমরান হুসাইন পলাশ এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন করেন। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার ২৫ জন সদস্য উপস্থিত থেকে শতাধিক নিম্মবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা জেলার প্রতিটি থানায় ইফতার সামগ্রী বিতরণ চলমান রয়েছে।