প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Post Views:
১,০৯৪
প্রেস বিজ্ঞপ্তিঃ
শ্যামনগর উপজেলার ০৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক সফল চেয়ারম্যান ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভবতোষ কুমার মন্ডল এক বিবৃতিতে জানান যে, আমি ভবতোষ কুমার মন্ডল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান। গত ইং ১৩ এপ্রিল ২০২২, রোজ: বুধবার, সাতক্ষীরার বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় প্রকাশিত “শ্যামনগরে স্কুল ছাত্রীকে জোর পুর্বক ধর্ষন/দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি” এই শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদে আমাকে জড়িয়ে একটি ভিত্তিহীন এবং অবাস্তব তথ্য দিয়ে সংবাদ পরিবেশনে আমার সম্মান হানি হয়েছে বলে আমি মনে করি। অপরাধী যেই হোক না কেন, আমি তার আইনানুগ শাস্তি চাই। তবে আমাকে জড়িয়ে উক্ত মিথ্যা সংবাদ প্রকাশে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।