দোকানে আগুন ব্যবসায়ীর ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
Post Views:
৩৯৯
ফারুক সাগরঃ
তালার খলিষখালী ইউনিয়নের গাছাবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে মুদির দোকানের মালামাল পুড়ে ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । বুধবার রাতে খলিষখালী ইউনিয়নের গাছা বাজারে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। সাবেক ইউপি সদস্য পঙ্কজ রায় জানান,রাতে গাছা বাজারের বিশ্বনাথ সরকারের ছেলে সঞ্জয় সরকার দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। রাত ৯টার সময় দোকানে আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন সঞ্জয়কে খবর দেয়। পরবর্তীতে স্থানীয় জনতার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনা হয় । আগ্নিকান্ডে দোকানের মালামাল আসবারপত্র পুড়ে প্রায় ২ লক্ষটাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবী। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও ব্যবসায়ীকে সহযোগীতার আশ্বাস প্রদান করেছেন বলে জানা যায়।