গ্রাম ডাঃ আজগার আলীর বিরুদ্ধে ইজিবাইক চালককে মেয়াদ উত্তীর্ণ সেলাইন প্রয়োগের অভিযোগ
স্টাফ রিপোর্টারঃ পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে গ্রাম ডাঃ আজগার আলী বাবুর বিরুদ্ধে এক ইজিবাইক চালকের শরীরে মেয়াদ উত্তীর্ণ সেলাইন প্রয়োগের অভিযোগ উঠেছে।
ঔই ইজিবাইক চালকের নাম মোঃ মাসুম বিলাল সে শহরের রাজারবাগান ছাকার মোড় এলাকার ভাড়াটিয়া আব্দুস সালেকের পুত্র।
বর্তমান অসুস্থ বেলাল হোসেন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বেলালের মা ছুফিয়া খাতুন বলেন শুক্রবার (৮ই এপ্রিল) রাত ১২টার দিকে আমার ছেলে বেলাল কয়েকবার পাতলা পায়খানা করে দুর্বল হলে পড়ে । তখন স্থানীয় গ্রাম ডাঃ আজগার আলী বাবুকে খবর দেয়া হয়। তিনি তাকে কিছু ইঞ্জেকশান ও কলেরা একটি স্যালাইন প্রয়োগ করেন । সকালে আমারা দেখতে পাই স্যালাইনের ডেট তিন মাস আগে শেষ হয়ে গেছে । আমরা ডাক্তারকে বিষয়টি জানালে তিনি বলেন এটা কোন ব্যাপার না, এরকম স্যালাইন আমার কাছে আরো আছে । পরেরদিন গ্রাম ডাঃ আজগার আলী বাবু আমার ছেলেকে আবার দেখেন এবং বেশকিছু পরীক্ষা হাতে ধরিয়ে দেন এবং নির্দিষ্ট একটি প্রতিষ্ঠান নাম বলে দেন । বেলালের মা আরো বলেন আমরা গরীব মানুষ তবুও অনেক কষ্ট করে সকল পরিক্ষা করিয়েছি কিন্তু ডাক্তার চিকিৎসা দিয়ে যাওয়ার পর থেকে ছেলের শরীরের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে । চোখের সাদা অংশে রক্ত জমাট বেধে গেছে । সমস্ত শরীর ঝিনঝিন করছে। তখন আমরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি । আমরা ডাক্তারকে বললে তিনি বলেন আমার ৮শ টাকা দিয়ে যাও, তোমার ছেলে কি মরে গেছে টাকা দিবানা? । স্থানীয় সূত্রে জানা যায় আজগার আলী বাবু একটি ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টিভের চাকরি করতেন । সেখান থেকে ঔষধ সম্পর্কে তার একটা ধারণা তৈরি হয় । এরপর থেকে তিনি শুরু করেন ডাক্তারি। এছাড়া মাঝে মাঝে ঝাড়ফুঁক করেন বলে জানা গেছে। এ বিষয়ে পল্লী চিকিৎসক আজগর আলীর সাথে কথা বললে তিনি বলেন আমি কোন মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেইনি। আমার চিকিৎসায় তারা সুস্থ হয়েছে। আমি এখনো পর্যন্ত তাদের কাছে অনেক টাকা পাব। আমার টাকাটাও পর্যন্ত এখনো দেইনি তারা ।