জোড়া লাগানো পেট নিয়ে জন্ম নিলো যমজ শিশু
নিউজ ডেস্ক:
ভোলার লালমোহনে জোড়া লাগানো দুই শিশুর জন্ম হয়েছে। লালমোহন পৌরসভার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মঙ্গলবার রাতে জোড়া লাগানো শিশু দুটির জন্ম হয়।
লালমোহন সদর ইউনিয়নের উত্তর ফুলবাগিচা ৮ নম্বর ওয়ার্ডের মিতু ও বেল্লাল হোসেন দম্পতির জোড়া লাগানো শিশুর জন্ম হয়।
জানা যায়, বর্তমানে মা ও যমজ শিশু দুটি সুস্থ আছে। শিশু দুটিকে রাতেই শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (সেবাচিম) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
মিতুর স্বামী মো. বিল্লাল হোসেন জানান, সোমবার (১১ এপ্রিল) বিকেলে তার স্ত্রীর প্রসব বেদনা ওঠে। পরে তাকে লালমোহন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার স্ত্রীর অস্ত্রোপচার (সিজারিয়ান) করেন ডা. মুমতাহিনা হক জিম ও এনেস্থেসিওলজিস্ট ডা. মো. আবু সাফওয়ান।
তিনি জানান, শিশু দুটিকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে টাকা খরচ হবে তা তার পক্ষে জোগাড় করা অসম্ভব। এজন্য তিনি সবার কাছে সহযোগিতা চান।
ডা. মুমতাহিনা হক জিম জানান, সঠিকভাবে অস্ত্রোপচারের মাধ্যমে শিশু দুটি জন্মগ্রহণ করেছে। তারা বর্তমানে সুস্থ আছে। উন্নত চিকিৎসার মাধ্যমে ওই শিশুদের আলাদা করা যাবে।