শ্যামনগরে ১১ টি গাঁজা গাছ সহ একজন গ্রেফতার
Post Views:
৬৫৪
অনাথ মণ্ডলঃ
সাতক্ষীরার শ্যামনগরে ১১টি গাঁজা গাছ সহ একজন কে আটক করেছে শ্যামনগর থানা পুলিশের একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক কৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলা রমজাননগর গ্রামের মৃত দুল্লাব গাজীর পুত্র মোঃ আজিবর গাজী (৫০)।
১২ই এপ্রিল মঙ্গলবার আজিবরের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শ্যামনগর থানার পুলিশ সূত্রে জানা যায়, আজিবরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।