শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে জয়ন্ত কুমার নামে এক যুবকের মৃত্যু
Post Views:
৬৩১
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ১২ই এপ্রিল মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হটাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
মৃত ব্যক্তি হলেন,শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী গোপিনাথ মন্ডলের বড় পুত্র জয়ন্ত কুমার মন্ডল (৩০)।
পারিবারিক সূত্রমতে,বিকালের দিকে বৈদ্যুতিক ফ্যানে সংযোগ দেওয়ার সময় হটাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরত্বর আহত হয়। এবং তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষনা করেন।
জয়ন্তর তিনটি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স ১০ বছর, মেজ মেয়ের বয়স ৬ বছর ও ছোট মেয়ের বয়স ৯ মাস। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।