তালার অদম্য মেধাবী মারুফার পাশে নাভানা গ্রুপ
Post Views:
৫৭৪
জহর হাসান সাগরঃ
সাতক্ষীরার তালার জেয়ালা নলতা গ্রামের জেলে পল্লীর অদম্য মেধাবী ছাত্রী মারুফা মেডিকেলে চান্স পাওয়ার সত্বেও অর্থের অভাবে ভর্তি হতে পারছেন না। এমন তথ্য বহুল রিপোট প্রকাশ হওয়ার পরে মেধাবী ছাত্র মারুফার পাশে দাড়িয়েছেন নাভানা গ্রুপ।
মঙ্গলবার সকালে নাভানা গ্রুপ মারুফা বাড়িতে হাজির হয়ে শিক্ষা বৃত্তি হিসেবে ১ লক্ষ টাকার চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, নাভানা গ্রুপের টার্মিনাল ম্যানেজার(এলপিজি গ্যাস)খুলনা খন্দকার তুহিন আক্তার, নাভান গ্রুপের কর্মকর্তা ইনামুল হক,সাংবাদিক হেদায়েত হোসেন,তালা সদর ইউপির সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম,তালা মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম,সাংবাদিক গাজী ফরহাদ, সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু,জহর হাসান সাগর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।