ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে যে দুই দেশ
আন্তর্জাতিক ডেস্ক :
ইউরোপভিত্তিক দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সঙ্গে শিগগিরই আরো দুটি দেশ যোগ দিতে যাচ্ছে। সোমবার সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী মাসের মধ্যে ফিনল্যান্ড ও সুইডেন ন্যাটোতে যোগ দিতে যাচ্ছে। এর ফলে পশ্চিমা জোটের সদস্য সংখ্যা ৩০ থেকে ৩২ হবে।
দুই দেশের নেতারা বলছেন, ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর কারণে নিজ দেশের নিরাপত্তার স্বার্থেই ন্যাটোতে যোগ দিতে যাচ্ছেন তারা। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এটা মস্কোকে ক্ষুব্ধ করবে।
ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনী আগ্রাসন চালানোর পর ফিনল্যান্ড ও সুইডেন গুরুত্বের সঙ্গে জোটে যোগ দেওয়া নিয়ে আলোচনা শুরু করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সম্প্রতি ন্যাটো জোটভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যোগ দেন। এরপরই বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
জানা গেছে, কিছুদিন আগেও যেখানে ফিনল্যান্ড ও সুইডেনের সাধারণ মানুষের মধ্যে ন্যাটো জোটে যোগ দেওয়া নিয়ে আগ্রহ ছিল না। সেখানে ইউক্রেনে হামলা চালানোর পর দুটি দেশের অধিকাংশ মানুষই ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের সাধারণ মানুষের মতামত দেখলেই আপনি বুঝতে পারবেন বিগত কয়েক সপ্তাহে দেশ দুটির মানুষের চিন্তাভাবনায় কতটা নাটকীয় পরিবর্তন এসেছে। আমার মনে হয় রাশিয়ার কৌশলগত ব্যর্থতার এটা আরেকটি উদাহরণ।
উল্লেখ্য, ন্যাটোর ৩০ সদস্য দেশ গুলো হলো, আলবেনিয়া, বেলজিয়াম, বুরগেরিয়া, কানাডা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, জার্নামি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মন্টিনেগ্রো, নেদারল্যান্ডস, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্পেন, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাজ্য।