মেজাজ হারিয়ে দর্শকের ফোনে ভেঙে ক্ষমা চাইলে রোনালদো
স্পোর্টস ডেস্ক :
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নিজেকে মেলে ধরতে পারছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এভারটনের মাঠে গিয়ে তার দল হেরে এসেছে ১-০ গোলের ব্যবধানে। সে সঙ্গে প্রিমিয়ার লিগের সেরা চারে থাকার সব সম্ভাবনাও প্রায় শেষ হয়ে এসেছে তাদের।
এই পরাজয়ের ফলে ৩১ ম্যাচ শেষে ম্যানইউর পয়েন্ট দাঁড়ালো ৫১। তারা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে। ৩০ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে ম্যানসিটি। সমান সংখ্যক ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
এ ম্যাচেই মেজাজ হারিয়ে খবরের শিরোনাম হয়েছেন রোনালদো। এভারটনের বিপক্ষে হেরে যাওয়ার পর ড্রেসিং রুমে ফেরার সময় এক সমর্থকের ফোনে আঘাত করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা। পরে ঘটনার জন্য ক্ষমা চেয়ে তিনি ওই সমর্থককে খেলা দেখার আমন্ত্রণ জানান ওল্ড ট্র্যাফোর্ডে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যায়, পায়ে চোট নিয়ে মাঠ থেকে বেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে টানেলে ঢোকার ঠিক আগে হাত বাড়িয়ে কিছু একটায় সজোরে চাপড় দেন রোনালদো।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, এক দর্শকের ফোনে আঘাত করেন তিনি, ফোনটি আছড়ে পড়ে মাটিতে।
আবেগ পেয়ে বসেছিল জানিয়ে ঘটনার জন্য পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা প্রার্থনা করেন রোনালদো।
তিনি লেখেন, e ধরনের পরিস্থিতির মোকাবেলা আমরা করছি. এরকম কঠিন পরিস্থিতিতে আবেগ সামলানো কখনোই সহজ নয়। তবে যাই হোক, আমাদেরকে শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল হতে হবে এবং নান্দনিক এই খেলাকে ভালোবাসে যে তরুণরা, তাদের সামনে উদাহরণ তৈরি করতে হবে।
তিনি আরো যোগ করেন, আচমকা ক্ষিপ্ত হওয়ার জন্য আমি ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপের নিদর্শন হিসেবে এই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে একটি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাতে চাই।
ক্লাব কর্তৃপক্ষ রয়টার্সকে জানায়, ঘটনা তারা খতিয়ে দেখছে।