তালায় অর্থ আত্মসাৎ মামলায় নেতার ছেলে প্রেপ্তার
Post Views:
৩৫৮
ফারুক সাগরঃ
তালায় অর্থ আত্মসাৎতের মামলায় ওয়ার্কাস পাটির এক প্রভাবশালী নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম শুভাশিষ হালদার শুভ (৩৬)। সে খলিষখালী ইউনিয়নের গোপাল ডাঙ্গা গ্রামে ওয়ার্কাস পাটির নেতা অশোক হালদারে ছেলে। শুক্রবার রাতে তাকে পাটকেলঘাটার খলিষখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
খলিষখালী ক্যাস্পইনচার্জ নুর হোসেন খান জানান, গত রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালডাঙ্গার বিলের ভিতর থেকেন শুভকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎতের একটি মামলায় ৬ মাসের সাজা রয়েছে।
পাটকেলঘাটা থানার ওসি( তদন্ত) বাবলু রহমান খান গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।