টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি, ‘মূলহোতারা’ এখনো অধরা
গাজীপুর মহানগরের গাছায় টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির ঘটনায় জড়িত মূলহোতারা এখনো অধরা। গাজীপুর সিটি করপোরেশনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও তাদের নাম নেই। বরং টিসিবির পণ্য যথাযথভাবেই বিতরণ হয়েছে মর্মে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও পুলিশের তদন্তে মূলহোতাদের নাম বেরিয়ে এসেছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের তদন্তে টিসিবির পণ্য এনআইডি কার্ড অনুযায়ী যথাযথভাবেই বিতরণের প্রমাণ পাওয়া গেছে। ডিলার বা আমাদের কোনো প্রতিনিধির মাধ্যমে এসব পণ্য কালোবাজারে বিক্রি হয়নি।
বিতরণের পরই ক্রেতাদের পক্ষ থেকে এসব পণ্য কালোবাজারে বিক্রি হয়েছে দাবি করে বলেন, এ ঘটনায় সিটি করপোরেশনের কোনো লোক জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
এ ব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, টিসিবির পণ্যের ক্রেতা স্থানীয় বোর্ড বাজারের ব্যবসায়ী শাহীনকে গ্রেফতারের পর রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর ও রফিকের কাছ থেকে টিসিবি পণ্য ক্রয় করেছেন বলে তিনি স্বীকার করেছেন। আমরা এ দুটি নাম যাচাই করে দেখছি। তদন্তে এর সত্যতা পাওয়া গেলে এবং জাহাঙ্গীর ও রফিককে গ্রেফতারের পর আর কারো নাম পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
এদিকে স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও রফিক স্থানীয় ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন মণ্ডলের ব্যক্তিগত কর্মচারী। তারা কাউন্সিলর কার্যালয়েই থাকেন। ঘটনার দিন ২০ মার্চ তারা সংশ্লিষ্ট ডিলারের মাধ্যমে কাউন্সিলর কার্যালয়ের সামনে নির্ধারিত ৫২৫ জন কার্ডধারী ক্রেতার মধ্যে ৩৩৫ জনের কাছে টিসিবির পণ্য বিতরণ করেন। বাকি ১৯০ জন কার্ডধারীর পণ্য ওয়ার্ড সচিব আবু সাঈদের সহযোগিতায় পাশেই বোর্ড বাজারের ব্যবসায়ী শাহীনের কাছে বিক্রি করে দেন।
একজন প্রত্যক্ষদর্শী কাউন্সিলর কার্যালয় থেকে এসব পণ্য বোর্ড বাজারে ব্যবসায়ী শাহীনের গোডাউন পর্যন্ত পরিবহণের ভিডিওচিত্র গোপনে মোবাইল ফোনে ধারণ করেন। পরে ওই রাতেই পুলিশের জাতীয় জরুরি সেবার ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে গাছা থানা পুলিশ ওই ব্যবসায়ীর গোডাউন থেকে টিসিবির মোড়কযুক্ত দুই লিটারের ৪৬ বোতল তেল (৯২ লিটার), সমপরিমাণ চিনি ও ডাল উদ্ধার এবং ক্রেতা ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর কাউন্সিলর কার্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর ও রফিক পলাতক রয়েছেন।