তালার বি এন পি নেতা নুর আহম্মদ গ্রেফতার
Post Views:
৪৪০
তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার খলিষখালীতে সংখ্যালঘুর পরিবারে হামলার ঘটনায় ইউনিয়ন বি এন পি সভাপতি নূর আহম্মদ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে খলিষখালীর দক্ষিণ পাড়ার বাজার থেকে স্থানীয় ক্যাম্প ইনচার্জ নূর হোসেন তাকে গ্রেফতার করে। পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় খলিষখালী এলাকার উজ্জল দেবনাথের বাড়িতে তান্ডব চালায় নুর আহম্মদের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী। হামলার সময় সন্ত্রাসীরা ওই বাড়ির গৃহবধু কনকলতা দেবনাথের শ্লীলতাহানি ঘটিয়ে প্রান নাশের হুমকি ও দেয় তারা। অসহায় পরিবারটি বাধ্য হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর রাতে কনকলতা দেবনাথ বাদী হয়ে নূর আহম্মদ শেখ, তার ভাই বাবলুর রহমান শেখ এবং ছেলে মেহেদি হাসান রাজুর সহ অজ্ঞাত নামের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করে।পাটকেলঘাটা থানার ওসি( তদন্ত) বাবলুর রহমান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।