সাতক্ষীরার শ্যামনগরে ভুয়া পরীক্ষার্থী আটক
Post Views:
৮৬৭
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগর বদলী পরীক্ষা দিতে এসে ফরহাদ হোসেন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে হল রুমে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সে ধরা পড়ে। সে কালিগঞ্জ উপজেলা রঘুনাথপুর গ্রামে প্রাক্তন মেম্বর আকবর হোসেনের পুত্র ও কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় জেন্ডার প্রোমটর পদে কর্মরত এবং শ্যামনগর উপজেলা হিসাব রক্ষণ অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে অস্থায়ী ভাবে কর্মরত।
কলেজসূত্র জানা যায়, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের ছাত্র শেখ জালাল। ২য় বর্ষ হতে ৩য় বর্ষে উত্তীর্ণ হওয়ার সময় অর্থনীতি বিষয়ে অকৃতকার্য হয়।
নিয়ম অনুযায়ী ওই বিষয়ে মানোন্নয়ন পরীক্ষা দিতে জালাল ফরহাদকে ভাড়া করে। পরীক্ষা দেওয়ার সময় কলেজ কর্তপক্ষ বিষয়টি জানতে পেরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আক্তার হোসেনকে অবহিত করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: আক্তার হোসেন ভ্রাম্যমান আদালতে ফরহাদ হোসেনকে ১০ দিনের কারাদন্ড দেন। শেখ জালাল হায়বাতপুর গ্রামের শেখ জামালের ছেলে। শেখ জালালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কলেজ কর্তৃপক্ষ জানান।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া পরীক্ষার্থীকে আদালতে পাঠানো হয়েছে।