ডুমুরিয়ার একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের বিষ্ণুপদ মন্ডল সভাপতি নির্বাচিত
Post Views:
৩৮৫
আব্দুর রশিদ বাচ্চুঃ
ডুমুরিয়ার আধারমানিক একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির টানা ৩ বার বিষ্ণুপদ মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ৫ এপ্রিল দুপুর ১ টায় ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে সকল ভোটারের উপস্থিতিতে সভাপতি পদ নির্বাচন করা হয়। সভাপতি পদে বিষ্ণুপদ মন্ডলের পক্ষে প্রস্তাব করেন প্রজিত কুমার বিশ্বাস।এ সময় ৪ জন সদস্য রবিন্দ্রনাথ মন্ডল, ভোবতোষ তরফদার, মোবার্শেরা ও বিদ্যারাণী তাকে সমর্থন করে। অপর সভাপতি প্রার্থী সুক্রিত মন্ডলকে পরিমল কুমার রায় প্রস্তাব করিলে বাকি ৩ জন সদস্য বিশ্বজীৎ মন্ডল, দেবাশীষ মন্ডল ও দেবব্রত মন্ডল প্রস্তাব করেন। উপজেলা শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ ১ ভোট বেশী পেয়ে বাবু বিষ্ণুপদ মন্ডলকে সভাপতি নির্বাচিত করেন। এই ভোটের মাধ্যমে বিষ্ণুপদ মন্ডল টানা তৃতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ২০২২ শনিবার আধারমানিক একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ২১২ জন ভোটের মধ্যে ১৯৯ জন অভিভাবক ভোট প্রয়োগ করেন। নির্বাচনে ৫টি পদের বিপরীতে ১৪ জন অভিভাবকের মধ্যে ৫ জন অভিভাবক সদস্য নির্বাচিত হয়। ১নং মহিলা অভিভাবক সদস্য বিদ্যা রাণী, মন্ডল ৮২ ভোট নির্বাচিত হয় , প্রাথমিক স্তরে পুরুষ অভিভাবক সদস্য দেবাশীষ মন্ডল ১৬ ভোট ও বিশ্বজীৎ মন্ডল ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। মাধ্যমিক স্তরে অভিভাবক সদস্য দেবব্রত মন্ডল ৬৫ ভোট এবং প্রদীপ কুমার বিশ্বাস ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়।
উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন ডুমুরিয়া উপজেলা শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহম্মেদ, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক সহঃ শিক্ষা অফিসার বাবু ধনঞ্জয় মন্ডল ও উপজেলা একাডেনিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা।