খাজরায় গরু চুরির ঘটনায় থানায় এজাহার
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে গভীর রাতে গোয়াল ঘর
থেকে গরু চুরির ঘটনা নিয়ে থানায় লিখিত এজাহার
দাখিল করা হয়েছে।
খাজরার তুয়ারডাঙ্গা গ্রামের শ্রীপদ সরদারের ছেলে পবন
সরদার ৬টি গরু পালন করেন। ১ এপ্রিল দিবাগত রাতে
সংঘবদ্ধ চোরেরা গোয়ালের তালা ভেঙ্গে ৫টি গরু ট্রাকে
উঠিয়ে চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে গরু মালিক
গোয়ালে দিয়ে চুরির ঘটনা জানতে পারেন। থানায় অবহিত
করা হলে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। এব্যাপারে
পবন বাদী হয়ে ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের গরু চুরির ব্যাপারে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহারে
জানাগেছে, তিনি ৬ এপ্রিল বিকালে গোয়ালডাঙ্গা
বাজার হতে বাড়ি ফেরার পথে বামনডাঙ্গায় পৌছলে
বমানডাঙ্গা গ্রামের রবিউল ও তুয়ারডাঙ্গা গ্রামের
আনারুল তার পথরোধ করে গরু চুরির ঘটনায় তাদের নাম
বলেছিস কেন জানতে চেয়ে মারপিট করে জখম করে। তার
ধারনা চুরির ঘটনার সাথে তারা জড়িত থাকতে পারে।
এব্যাপারে তিনি আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ
কামনা করেছেন।