কলারোয়া উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক এম.পি নজরুল সাহেব আর নেই
Post Views:
৯৭৩
কামরুল হাসানঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ.সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ বিএম নজরুল ইসলাম (নজরুল সাহেব) ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোকজনিত কারণে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে (শ্যামলী, ঢাকা) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র, ৪কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে কলারোয়ার রাজনৈতিক, সামাজিক অঙ্গনসহ সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে তাৎক্ষণিকভাবে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল প্রমুখ।
মরহুমের জানাজা আগামিকাল শুক্রবার সকালে কলারোয়ার ঐতিহাসিক ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উল্লেখ্য, সদ্য প্রয়াত বি.এম নজরুল ইসলামের মেজ মেয়ে কানাডায় এবং সেজ মেয়ে আমেরিকায় বসবাস করেন বলে জানা গেছে।