নৌ পুলিশের অভিযানে ২টা বালু উত্তোলনের বোর্ড সহ ৬ জন আটক
শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরে নৌ পুলিশের অভিযানে ২টি বালু উত্তোলনের বোর্ড সহ ৬ জনকে আটক করেছে। বুধবার সকাল ১২ টায় বুড়িগোয়ালীনি নৌ থানার এস আই নাজমুল হোসেনের নেতৃত্বে গাবুরার খোলপেটুয়া নদী থেকে আটক করে। আটককৃতরা হলেন, কয়রা উপজেলার দক্ষিণ ১ সোরার নুরুজ্জামন(২৬) মো: ইউনুচ(৩৬)মো: কামাল(৪৪)মো: জুলফিকার (৩৫)মো: বাবলু (৩৪)মো: হাসান (৩২)এদেরকে আটক করে নিয়মিত বালু উত্তোলনের দায়ে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
গাবুরার একটি চক্রকের সাথে চুক্তি করে কার্গো ও বোর্ড মলিকরা ভাঙন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন করে এলাকার বিভিন্ন স্থানে মোটা অংকের টাকায় বিক্রয় করে থাকে।বালু উত্তোলনকারি নুরুজ্জামন বলেন, গাবুরার চকবারা গ্রামের আবদুল্লাহ সে গাবুরা ভূমি অফিসে অস্থায়ী ভাবে কাজ করে থাকে।ভূমি অফিসের নাম ভাঙিয়ে অবৈধ বালু উত্তোলনকাকির কাছ থেকে প্রতিটিপে ৬শত থেকে ৭শত টাকা নিয়ে থাকে।
এ টাকা নায়েব থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন খাতে ব্যায় করতে হয় বলে আব্দুল্লাহ বালু উত্তোলন কারিদের জানান।আব্দুল্লাহকে টাকা না দিলে অবৈধ বালু উত্তোলন কারিদের প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে।এদিকে অন্য আরেক জন গাবুরা জেলেখালী গ্রামের রিয়াসদ আলীও একই ভাবে অবৈধ বালু উত্তোলন কারিদের কাছ থেকে টাকা নিয়ে বালু উত্তোলনের সুযোগ করে দেয়।রিয়াসাদের কাছে টাকা নেওয়ার বিষয় জানতে চাইলে আগে টাকা নিতো এখন আর নেই না। আব্দুল্লাহ বলেন, আমি কারর কাছ থেকে টাকা নেই না।
এবিষয় বুড়িগোয়ালীনির নৌ থানার অফিসার ইনচার্জ খান শরীফুল ইসলাম বলেন, বেলা ১২ টায় অবৈধ বালু উত্তোলনের সময় ২ টা বোর্ড ও ৬ জন কে আটক করে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হবে।
Please follow and like us: