নির্মাতাই বলছেন গেম ‘পাইরেসি’ করতে, দিলেন ডাইনলোড লিংক
অনলাইন ডেস্ক :
নিজেদের তৈরি গেম বৈধভাবে কিনতে না পারলে গেমারদের তা ‘পাইরেসি’ করে খেলতে বলছে রাশিয়ান ইন্ডি গেম নির্মাতা ‘ফোর কোয়ার্টার্স’। নির্মাতার পাশাপাশি পাইরেসিতে সায় দিয়েছে গেমটির প্রকাশক ‘ডেভেলপার ডিজিটাল’ও।
পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাদের জনপ্রিয় রোল প্লেইং গেম ‘লুপ হিরো’ গেমটি ‘নিনটেন্ডো সুইচ স্টোর’ থেকে কিনতে বেগ পাওয়ায় তা নিরসনে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
আরেকটি পোস্টে গেম কিনতে না পারা গেইমারদের আর্থিক সহায়তা দিতে চাওয়ার বিষয়টি উল্লেখ করেছে নির্মাতা।
পাইরেসিতে উত্সাহ দেওয়ার মধ্যেই, ফোর কোয়ার্টার্স তাদের ‘লুপ হিরো’ গেইমের পরবর্তী আপডেটের বিষয়টি নিশ্চিত করেছে। প্যাচ ফাইল তৈরি হলেই গেমটির একটি মোবাইল পোর্ট সংস্করণ বের হবে। তবে প্লেস্টেশন অথবা এক্সবক্স কনসোলে গেইমটি আসার কোন সম্ভাবনা নেই বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকরাডার।
এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিবৃতিতে গেম প্রকাশক ডেভেলপার্স ডিজিটাল জানিয়েছে, ‘আমরা নির্মাতা দলের সহযোগিতায়, তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং তাদের সকল বিবৃতি আগে থেকেই জানতে পারছি। যেটি আমরা শতভাগ সমর্থন করি।
প্রসঙ্গত, রাশিয়ায় পণ্য বেচা বন্ধ করেছে ‘মাইক্রোসফট’ ও ‘প্লেস্টেশন’। ‘ইলেকট্রনিকস আর্টস’ বা ‘ইএ’ পণ্য বেচা বন্ধের পাশাপাশি তাদের গেম ‘ফিফা ২২’ এবং ‘এনএইচএল ২২’ থেকে রাশিয়ার দলগুলোকে বাদ দিয়েছে। এ ছাড়া ‘অ্যামাজন গেমস’ তাদের ‘এমএমও নিউ ওয়ার্ল্ড’ গেমে রাশিয়ান স্থানীয়করণ বন্ধ করে দিয়েছে।