টিপ পরে সংহতি জানালেন মার্কিন দূতাবাসের নারীরা
অনলাইন ডেস্ক :
কপালে টিপ পরার কারণে রাজধানীতে পুলিশ সদস্য কর্তৃক হয়রানির শিকার হন প্রভাষক লতা সমাদ্দার। এ ঘটনায় দেশজুড়ে হয় সমালোচনা। প্রতিবাদ জানান সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। প্রতিবাদে সংহতি জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তারাও।
মঙ্গলবার (৫ এপ্রিল) টিপ পরে সংহতি প্রকাশ করে টু্ইটারে একটি ছবি পোস্ট করেন মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তারা।
ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের ওপর দিয়েই ওই পুলিশ সদস্য বাইক চালিয়ে চলে যান বলে অভিযোগে করেন লতা সমাদ্দার। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি।
সোমবার (৪ এপ্রিল) সেই পুলিশ সদস্যকে শনাক্ত করা হয়। নাজমুল তারেক নামে সেই পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগকারিনীর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।