শ্যামনগরে কৃষি জমিতে পানি তোলাকে কেন্দ্র করে দু’জনকে পিটিয়ে জখম
Post Views:
৬০৬
শ্যামনগর প্রতিনিধিঃ
ধানের ক্ষেতে পানি উঠানোকে কেন্দ্র করে বাদানুবাদের জেরে ২ জনকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্যামনগর উপজেলার ধুমঘাট মঠেরচক গ্রামে ঘটনাটি ঘটে। মারাত্মক আহত অবস্থায় আহত মন্টু মন্ডল (৫৫) ও জগদিশ মণ্ডল (২১)কে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সম্পর্কের চাচা ও ভাইপো আহত দুজন যথাক্রমে একই গ্রামের মৃত বীরেন্দ্র মন্ডল ও রবীন্দ্র মণ্ডলের ছেলে।
আহতদের নিকটাত্মীয় অকিঞ্চন মন্ডল জানায় তার কাকা মন্টু মন্ডল মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পার্শ্ববর্তী নিজের ধান ক্ষেতে পানি তোলার প্রস্তুতি নেয়। এ সময় তার অপর কাকার ছেলে মনিন্দ্র, কৃষ্ণপদ, হরিসাধন ও হরেকৃষ্ট সেখানে পৌঁছে মন্টু মন্ডলকে পানি তোলার কাজে বাধা দেয়। এসময় দু’পক্ষের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পানি তোলার কাজে বাধা দিতে আসা ওই চার ভাই মন্টু মন্ডলকে পেটাতে থাকে। একপর্যায়ে তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে হামলার সাথে জড়িতরা জগদিশকেও বেপরোয়া মারপিট করে।
আহত মন্টু মন্ডলের শ্যালক পরিতোষ মন্ডল জানান তার ভগ্নিপতি ধান ক্ষেতে পানি দিতে বাধা দেওয়ার পাশাপাশি বেপরোয়া মারপিট করেছে অন্য শরিকের লোকজন। এ ঘটনায় তিনি শ্যামনগর থানায় অভিযোগ করার পর পুলিশ হাসপাতালে যেয়ে আহতদের অবস্থা পর্যবেক্ষণ করেছে। রাতে তারা হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন বলেও তিনি জানান।