শ্যামনগর কোরআনের হাফেজদের মাঝে ৫ম তম ক্রেস্ট প্রদান
Post Views:
৪৬৫
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগর মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনের হাফেজদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন ৷
শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মফিজুর রহমান ১ম জামেয়া হাম্মাদিয়া মাদ্রাসার ১৪ জন কোরআনের হাফেজদের মাঝে এই সম্মাননা ক্রেস্ট দিয়ে শুরু করেন ৷ ২য় ধাপে শ্যামনগর থানা মাদ্রাসা ২৪ জন হাফেজ, ৩য় ধাপে সম্মাননা পতাড়া খোলা হাফেজিয়া মাদ্রাসায় ৪ জন হাফেজ, ৪র্থ ধাপে সম্মাননা নূরনগর রামচন্দ্রপুর আয়াতুন্নেছা হানাফিয়া হাফেজিয়া মাদ্রাসায়র ৩ জন হাফেজ এবং ৫ম ধাপে হাফেজদের সম্মাননা দেওয়া হয় আবাদচন্ডিপুর সিদ্দিকীয়া আমিনিয়া হিফজুল কোরআন মাদ্রাসার ৬ জন হাফেজদের মাঝে । শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন অত্মমানবতার কল্যাণে সামাজিক ও জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে ।
সংগঠনটি দীর্ঘ ৩ বছর ধরে শ্যামনগর ব্লাড ফাউন্ডেশন, শ্যামনগর অনলাইন অক্সিজন ব্যাংক, এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রি অক্সিজেন সেবা, মোটরভ্যান, সেলাই মেশিন, চিকিৎসা খরচ সহ শীতের বস্ত্র ও গরমে সিলিং ফ্যান, মসজিদ, মাদ্রাসায় আর্থিক সহযোগিতা, এবং মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যক্তিদের বাড়িতে খাবার পৌঁছে দিতে সংগঠনটি কাজ করে যাচ্ছে ৷
সংগঠনের পক্ষ থেকে দেশ ও প্রবাসী মানবিক ভাই বোনদের আর্থিক সহযোগিতায় ইতিপূর্বে ৪র্থ ধাপে হাফেজদের সম্মাননা ক্রেস্ট প্রদান শেষ করেছে ৷ এই উদ্যোগটি চলমান রাখতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেন, আমরা দানবীর ও প্রবাসীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করে আমরা শ্যামনগরের বিভিন্ন প্রত্যান্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি ৷