মধ্যম চাপড়া মাঠ সংলগ্ন ঘাস গোলপাতা ও ডাল কেটে বিক্রী
জি এম মুজিবুর রহমানঃ
আশাশুনি উপজেলার মধ্যম চাপড়া খেলার মাঠ ও পার্কের ঘাস,
গোলপাতা ও কেওড়া গাছের ডাল অবৈধ ভাবে কেটে বিক্রী
করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে প্রতিকার
প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত
অভিযোগ করা হয়েছে।
মধ্যম চাপড়া গ্রামের মোঃ মোজাম্মেল হকের ছেলে গ্রাম
ডাক্তার মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দাখিলকৃত
অভিযোগ প্রকাশ, এলাকার যুব সম্প্রদায়কে খেলাধূলায়
উদ্বুদ্ধ করতে ২০১৪ সালে সরকারের নিকট থেকে ১.৩৩ একর
খাস জমি নিয়ে খেলার মাঠ তৈরি করা হয়েছিল। তৎকালীন
বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক এর
সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের আনুক‚ল্যে
অনুদান প্রাপ্ত হয়ে মাঠটি খেলার উপযোগি করা হয়।
মাঠের পূর্ব পাশে নদী থাকার কারনে নদীর ¯্রােত এবং
প্রাকৃতিক দুর্যোগে ভাঙ্গন থেকে রক্ষার জন্য বাদী
ব্যক্তিগত অর্থে ও শ্রমে সেখানে কেওড়া, বাইন ও গোলপাতা
লাগান। শিশু বিনোদনের লক্ষ্যে পার্ক তৈরির মানষিকতায়
প্রাকৃতিক সৌন্দর্য ও পিরেবেশের ভারসাম্য সৃষ্টিতে
কাজ করে এসেছেন ও এখনো চলমান রয়েছে। তার বিগত ৭
বছরের পরিশ্রমের ফসল মাঠ ও মাঠের পার্শ্ববর্তী (পার্ক)
এলাকা সুশোভিত ও সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। কিন্তু
একই গ্রামের মালেক গাজীর ছেলে হাবিবুল্লাহ ও মনিরুল
ইসলাম শিকারীর ছেলে আইয়ুব দলীয় লোকজনকে ভুল
বুঝিয়ে বেআইনী ভাবে সেখানের গাছ কেটে সাবাড়
করে দিয়েছেন। দীর্ঘ ৭ বছরে তত্ত¡াবধানে থাকা বাদী
মোস্তাফিজুরকে মূল্যহীন করে সেখান থেকে ঘাস,গোলপাতা ও কেওড়া গাছের ডাল কেটে ফেলেছে। ইতিমধ্যে
কর্তনকৃত ঘাস ১০ হাজার ৫০০ টাকা, গোলপাতা ৪৫০
টাকা ও কেওড়া গাছের ডাল ১১০০ টাকায় বিক্রী করে দেওয়া
হয়েছে। ঘটনাটি এলাকাবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়ার
সৃষ্টি করেছে। অভিযোগটি তদন্ত পূর্বক কার্যকর পদক্ষেপ
গ্রহনের জন্য জোর দাবী জানান হয়েছে।