সাতক্ষীরায় বালিভর্তি ট্রলি চাপা পড়ে কিশোরের মৃত্যু
রঘুনাথ খাঁঃ
বালি ভর্তি ট্রলি চাপা পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বিজিবি ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ফাহিম গাজী (১৫)। সে কালিগঞ্জ উপজেলার চর শীতলপুর গ্রামের আহছানুর রহমান গাজীর ছেলে।
নিহতের স্বজনরা জানান, নাজিমগঞ্জ বিজিবি ক্যাম্পের পাশে ইছামতি নদীর বেড়িবাঁধের রাস্তার উপর বালি রেখে দীর্ঘদিন ব্যবসা করে যাচ্ছে শীতলপুর গ্রামের মনিরুল ইসলাম। রাস্তার উপর
বালি স্তুপ করে রাখার ফলে দুর্ঘটনা হয়েছে কয়েক বার।
তারা আরো জানান, ফাহিম একজন ট্রলি চালক। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে শীতলপুর গ্রামের জাকারিয়ার মালিকানাধীন একটি ট্রলি মনিরুলের বালির স্তুপের পাশে রেখে বালি ভর্তি করে।
পাশে দাঁড়িয়েছিল ফাহিম। ট্রলিটি স্টার্ট দেওয়ার সময় উল্টে যেয়ে ফাহিমের উপর পড়ে। এতে ফাহিম মারাত্মক জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।