সাতক্ষীরার বিনেরপোতায় উচ্ছেদকৃত ভুমিহীনদের পুর্নবাসনের দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি :
বেতনার দুই পাড় থেকে উচ্ছেদকৃত ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির আয়োজনে বিনেরপোতা ব্রীজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, লাবসা ইউনিয়ন ভুমিহীন সমিতির সভাপতি শেখ রিয়াজুল। জেলা ভুমিহীন সমিতির সহ সভাপতি মফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি আদিত্য মলিক, জেলা ভুমিহীন সমিতির সভাপতি আব্দুস সামাদ, আবু সুফিয়ান সজল, ইউপি মহিলা সদস্য ফাহমিদা জামান মিতু,
ওয়ার্কাস পার্টি উৎপল মন্ডল, জেলা ভুমিহীন সমিতির সাংগঠনিক সম্পাদক বদুজ্জামান বদু, পৌর ভুমিহীন সমিতির সভাপতি আশরাফুল গাজী, জেলা নদী বন ও পরিবেশ রক্ষা কমিটির সহ সভাপতি সেলিম হোসেন, তথ্য সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু, ভুমিহীন নেতা শাহাজান আলী ছোট বাবু, রহমত আলী, আলি মুজজামান আলীম, হাবিবুর রহমান, ইসমাইল হোসেন, হাফিজুর রহমান, আল হেলাল, সদর উপজেলা ভূমিহীণ সমিতির সভাপতি ইউছুফ আলী, সাধারণ সম্পাদক মীর আশিক ইকবাল বাপ্পী , ভুমিহীন সমিতির নেত্রী নাজমা আক্তার, উর্মি সালমা, ময়না প্রমূখ। এসময় মানববন্ধনে জেলা, উপজেলা ও ইউনিয়ন ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, স¤প্রতি বেতনানদী খননের কাজ শুরু হয়েছে। অবিলম্বে প্রভাবশালী ব্যক্তিদের কবল থেকে খাস জমি উদ্ধার করে ভুমিহীনদের উচ্ছেদ করার পূর্বে তাদের পুর্নবাসন করতে হবে। এছাড়াও বিনেরপোতায় বেতনানদীর চরে খাস জায়গায় গোডাউন ঘরে দখল করেছে একটি প্রভাবশালী মহল। নদীরে চরে হলেও সেটিতে কোন আঘাত না করে অসহায় ভ‚মিহীনদের বাড়ি ঘর ভাংচুর করা হচ্ছে। যা অত্যন্ত দু:খ জনক।
বিনেরপোতায় প্রভাবশালীদের দখলকৃত খাস জায়গার ঘর উচ্ছেদ করে ভুমিহীনদের পুর্নবাসন করতে হবে। ভুমিহীনদের উচ্ছেদ করার পূর্বে তাদের পুর্নবাসন করা না হলে পুনরায় মানববন্ধন ও সড়ক অবরোধধসহ ডিসি ও ইউএনও অফিস ঘেরাও করা হবে বলে ভুমিহীন নেতৃবৃন্দরা বলেন। বক্তারা অবিলম্বে উচ্ছেদকৃত ভুমিহীনদের পুনর্বাসন করার দাবি জানান ভুমিহীন সমিতির নেতৃবৃন্দ।