শ্যামনগরে ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস
Post Views:
৩৩৬
আশিকুজ্জামান লিমনঃ
আজ ২ এপ্রিল ১৫ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও তাদের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। এ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে সকাল সাড়ে ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এস,এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার ভূমি মো: শহিদুল্যাহ, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, মৎস কর্মকর্তা তুষার মজুমদার, ইউনিয়ন পরিষদ সদস্য এসকে সিরাজ, সাংবাদিক এম কামরুজ্জামান, রিপোর্ট ক্লাব সভাপতি গাজী ইমরান, অনলাইন নিউজ ক্লাব সভাপতি মাহমুদুল ফিরোজ বাবুল প্রমুখ। বক্তারা বলেন অটিজম কোন রোগ নয় তাদেরও অনেক প্রতিভা আছে। এখন বাচ্চারা মোবাইলে আশক্ত হয়ে পড়ছে যা অটিজমের প্রধান একটি কারন। বাবা, মা সহ পরিবারের সকলকে এবিষয়ে নজরদারি রাখার তাগিদ দেন বক্তারা। আলোচনা সভার শুরুতে স্বাস্থ্য কর্মকর্তা অটিজম সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন। এসময় বুদ্ধি এবং শারিরীক প্রতিবন্ধী আবু হাসানকে (২২) উপজেলা প্রসাশনের পক্ষথেকে হুইল চেয়ার প্রদান করা হয়।