ইউক্রেনে আরো ৩০ কোটি ডলার সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনে অতিরিক্ত ৩০ কোটি ডলারের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় শুক্রবার এ ঘোষণা দিয়েছে। এর আগে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছিল।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়াতে তারা এ সহায়তা দিচ্ছে।
জানা গেছে, প্রতিরক্ষা সহায়তার মধ্যে লেজার রকেট সিস্টেম, ড্রোন, গোলাবারুদ, রাতে ব্যবহারযোগ্য যুদ্ধাস্ত্র, কৌশলগত সুরক্ষিত যোগাযোগব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম রয়েছে। রাশিয়ার হামলার পর যুক্তরাষ্ট্র মোট একশ ৬০ কোটি ডলারের সহায়তা দিয়েছে ইউক্রেনকে।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর ওয়াশিংটন ১৬০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত চলছেই। এদিকে মঙ্গলবার শান্তি আলোচনার জন্য তুরস্কের ইস্তাম্বুলে সরাসরি বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দলের সদস্যরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে শুরু হওয়া বৈঠকে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।