শ্যামনগর দুই যুবকের আত্নহত্যা
Post Views:
৮৫৩
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরের আটুলিয়াতে পারিবারিক কোলাহলের জের ধরে পৃথক পৃথক দুই যুবক গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে ৷
জানাগেছে উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের ফেদ্দাউস সানার ছেলে সোহেল (২০) ১ এপ্রিল ২০২২ তারিখ সকাল অনুমান ১১ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে ৷ এবং একুই ইউনিয়নের ছোটকুপট গ্রামের মিজান মোড়লের ছেলে সজিব (১৯) ১ এপ্রিল ২০২২ তারিখ সকাল অনুমান ২ টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে ৷ আলাদা আলাদা ভাবে দুজনকেই শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাদের মৃত্যু ঘোষণা করেন ৷
এ বিষয় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷