কলারোয়ায় মসজিদ নির্মাণ কাজে জাপা নেতা মশিউর রহমানের এক লক্ষ টাকার চেক প্রদান
Post Views:
৩৫৩
কামরুল হাসানঃ
কলারোয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও “অথৈ ইন্টারন্যাশনাল ” এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মো. মশিউর রহমান তাঁর নিজ গ্রাম কাদপুরেরএকটি নির্মাধীন মসজিদের উন্নয়ন কাজে এক লক্ষ টাকার চেক প্রদান করেন। উপজেলার সীমান্তবর্তী কাদপুর বায়তুন আমান জামে মসজিদের সভাপতি আব্দুল ওহাবের নিকট শুক্রবার ব্যক্তিগতভাবে দেওয়া এই চেক প্রদান করেন। এসময় উপস্হিত ছিলেন আওয়ামীলীগ আলহাজ্ব রুহুল কুদ্দুস মোল্যা, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক ফারুক হোসেন, মসজিদের সাধারণ সম্পাদক রজব আলী সরদার, রবিউল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য মসজিদটি কাজের শুরু থেকেই আলহাজ্ব মো. মশিউর রহমান সহযোগিতা প্রদান করে আসছেন। এর আগে তিনি গ্রামবাসীর সহযোগিতায় আরো একটি মসজিদ নির্মাণে অনুরূপ অবদান রেখেছেন। তিনি কলারোয়া পাবলিক ইনিস্টিটিউট এবং কলারোয়া প্রেসক্লাবের আজীবন সদস্য।