বাংলাদেশি জাহাজ আটক করল ভারতীয় মৎস্যজীবীরা!
বাংলাদেশের একটি জাহাজ আটক করেছে ভারতের সুন্দরবন চ্যানেলে দেশটির মৎস্যজীবীরা। তাদের অভিযোগ, মাছ ধরার জাল কেটে দেওয়ায় ক্ষতিপূরণের দাবিতে এটি আটক করা হয়। পরে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসে এটি ছেড়ে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ঘোড়ামারা দ্বীপের কাছে বুধবার সকালে এ ঘটনা ঘটে।
ভারতের অপরিসর সুন্দরবন চ্যানেল ধরে কলকাতা বন্দর যাওয়ার পথে মৎস্যজীবীদের পেতে রাখা জাল বাংলাদেশি জাহাজ এমভি সি-প্রাইড কেটে দেয় বলে অভিযোগ মৎস্যজীবীদের। এরপর ক্ষতিপূরণের দাবিতে মাঝ নদীতেই পাঁচটি নৌকা নিয়ে ভারতীয় মৎস্যজীবীরা ঘিরে ধরে বাংলাদেশি জাহাজ এমভি সি- প্রাইডকে।
পরে বাংলাদেশি জাহাজটি ক্ষতিপূরণ দেওয়ার কথা জানালে মৎস্যজীবীরা ঘেরাও তুলে নেয়।
এফবি মা মালতী নামক ভারতীয় ফিশিং ট্রলারের ক্ষতিগ্রস্ত ভারতীয় মৎস্যজীবী পুলক দাসের অভিযোগ, তার ৬৫ হাজার টাকা দামের বিন্দি জাল কেটে দেয় বাংলাদেশি জাহাজ এমভি সি- প্রাইড। বাংলাদেশি জাহাজটিকে ঘেরাও বিক্ষোভ না করলে ক্ষতিপূরণ পাওয়ার উপায় ছিল না।
কিন্তু অপরিসর সুন্দরবন চ্যানেলের ব্যস্ততম স্থানে কেন তিনি জাল ফেলেছিলেন তার উত্তর তিনি দিতে পারেননি।
এদিকে ক্ষতিপূরণ দেওয়ার ২৪ ঘণ্টা পরও সমস্যা কাটেনি বাংলাদেশি জাহাজটির। জাল বিপজ্জনক ভাবে জাহাজটির প্রপেলারে আটকে যাওয়ায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বন্দরের পথে এগোতে পারিনি এটি।
সুন্দরবনের ভারতীয় চ্যানেলের ব্যস্ততম স্থানগুলোতে ভারতে মৎস্যজীবীদের অনিয়ন্ত্রিত জাল পেতে রাখার কারণে নিয়মিত জাহাজের ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগ রয়েছে জেনেও নির্বিকার ভূমিকা পালন করে ভারতীয় প্রশাসন।