দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের পুকুরে বিষ প্রয়োগ!
Post Views:
৪২৯
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বোরহান উদ্দীন (২৯) নামের এক ব্যাক্তির মাছ চাষকৃত পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ মিলেছে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম কাজলের বিরুদ্ধে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম কাজল উপজেলার সখিপুর ইউনিয়নের কাজীমহল্যা গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে। বৃহষ্পতিবার দিবাগত ভোররাতে পাশ্ববর্তী চকমোহাম্মাদ আলীপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে ভুক্তভোগী বোরহান উদ্দীনের বসতবাড়ি সংলগ্ন ৩ বিঘা ১০ কাঠা আয়তনের পুকুরটিতে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। ইতোপূর্বেও ওই একই পুকুরে বিষ প্রয়োগ করে বোরহান উদ্দীনের লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে প্রতিপক্ষরা। এঘটনায় থানায় সাধারণ ডায়েরীসহ একাধিকবার শালিস করেও কোন ফল পাননি ভুক্তভোগী বোরহানের পরিবার।
বোরহান উদ্দীন জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম কাজলের সাথে তাদের বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময়ে জাহাঙ্গীর আলম কাজল তাকে ক্ষয়ক্ষতি ও প্রাননাশের হুমকি দিতে থাকায় ২০১৯ সালের ১৩ জুলাই প্রতিপক্ষের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৪৪৫) করেন বোরহান উদ্দীন। এরপর ২০২১ সালের ২৭ জুলাই বোরহানের বসতবাড়ি সংলগ্ন পুকুরটিতে প্রথমবারের মতো বিষ প্রয়োগ করে আর্থিক ক্ষতিসাধন করে প্রতিপক্ষরা। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও তৎকালিন পুলিশ কর্মকর্তাদের জানিয়েও আশানুরূপ কোন ফল পাননি ভুক্তভোগীর পরিবার। সর্বশেষ বৃহষ্পতিবার দিবাগত ভোররাতে দ্বিতীয় দফায় প্রতিপক্ষরা ফের তার পুকুরে বিষ দিয়ে লক্ষাধিক টাকা মুল্যের মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ করেন বোরহান উদ্দীনের পরিবার। এব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তারা।