৬ মাস আগে বিয়ে, একা পেয়ে মেয়েকে ধর্ষণ করল বাবা
নিউজ ডেস্কঃ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভয়ভীতি দেখিয়ে মেয়েকে ধর্ষণ করেছেন সৎ বাবা। এমনই অভিযোগ ভুক্তভোগী মেয়ের। তবে থানায় এখনো কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ।
২৪ মার্চ রাতে ঘটনাটি ঘটলেও জানাজানি হয় মঙ্গলবার। অভিযুক্তের নাম আতিয়ার রহমান। তিনি আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা।
ভুক্তভোগীর মা বলেন, প্রায় সাত বছর আগে দাম্পত্য কলহের জেরে আমার বিচ্ছেদ হয়। পরে আতিয়ার রহমানের সঙ্গে বিয়ে হয়। গত ২৪ মার্চ রাত ৮টার দিকে আমি পাশের বাড়িতে গিয়েছিলাম। এ সময় আতিয়ার আমার আগের পক্ষের মেয়েকে ধর্ষণ করেন। পরে বাড়ি ফিরলে মেয়েটি আমাকে সব জানায়। ছয় মাস আগে আমার মেয়ের বিয়ে হয়েছে। আতিয়ারের শাস্তির জন্য আমি মামলা করব।
ভুক্তভোগী বলেন, নানা প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেন সৎ বাবা। ২৪ মার্চ রাতে একা পেয়ে আমাকে ধর্ষণ করেন তিনি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিয়ে মীমাংসার জন্য বসা হয়েছিল বলে জানতে পেরেছি। তবে থানায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।