শ্যামনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর জখম
Post Views:
৩৫০
নিজস্ব প্রতিনিধিঃ
শ্যামনগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার ঈশ্বারীপুর ইউনিয়নের ইশ্বরীপুর হাটখোলা নামক স্থানে। গুরুতর আহত ব্যক্তি ঈশ্বারীপুর গ্রামের মহাতাব সরদার এর বড় ছেলে মিজানুর রহমান (৪৪)। সে বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা দায়ের হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত মাস ঢেড়েক পূর্বে মিজানুর রহমানের কাছ থেকে তার ছোট ভাই আলমগীর হোসেন লালটু ৯,৬০০ শত টাকা ধার নেয়। লালটুর কাছে পাওনা টাকা চাইতে গেলে আজ দেই, কাল দেই বলে টালবাহানা করতে থাকে।
২৮ মার্চ সোমবার আনুমানিক বিকাল ৫ সময় ঈশ্বারীপুর কালিবাড়ী নামক স্থানে মিজানুর রহমান তার ছোট ভাই লাল্টুর কাছে টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে লালটু এবং তার সাঙ্গপাঙ্গরা এলোপাতাড়িভাবে মিজানুর রহমানকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। ঘটনার এক পর্যায়ে তারা মিজানুর রহমানের কাছে থাকা নগদ ৩০,০০০ টাকা ও এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। এসময় মিজানুর রহমানের ডাক চিৎকারে এলাকার মানুষ ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক তার মাথায় আঠাশ টি সেলাই দেয়া হয়েছে। সে মাঝে মাঝে রক্ত বমি করছে। এ বিষয়ে শ্যামনগর থানার এসআই রেজাউল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে শ্যামনগর থানায় মামলা হয়েছে। আসামি ধরার প্রক্রিয়া চলছে।মামলা নং ৩৯।