ফানুস নাট্য দলের উদ্যোগে সপ্তাহব্যাপী মাস্ক বিতরণ ও পথনাটক প্রদর্শন শুরু
Post Views:
৩১৪
নিজস্ব প্রতিনিধি:
চলচ্চিত্র আসার আগে থেকেই মানুষ নাটককেই বিনোদনের উৎস হিসেবে উপভোগ করত। শুধু বিনোদন নয়, সারা বিশ্বের নাট্যকর্মীদের মতে, থিয়েটার বা নাট্যচর্চা প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা। যুগের পর যুগ থিয়েটার মানুষকে জুড়ে জুড়ে রাখার অন্যতম শক্তিশালী শিল্পমাধ্যম হিসেবে নিজেকে ধরে রেখেছে। বিশ্বজুড়ে উদ্যাপিত হয় বিশ্ব থিয়েটার দিবস। বিশ্ব নাট্যদিবস উপলক্ষে ফানুস নাট্যদল সাতক্ষীরার আয়োজনে সপ্তাহব্যাপী মাস্ক বিতরন ও পথনাটক প্রদর্শন শুরু করা হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে এ কার্যক্রম শুরু হয়। সপ্তাহব্যাপী মাস্ক বিতরন ও পথনাটক প্রদর্শন উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ।
এসময় উপস্থিত ছিলেন ফানুস নাট্য দলের সভাপতি প্রতীক রুদ্র, সহ- সম্পাদক সাজেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অহেছকরুন ইমন, দপ্তর সম্পাদক ফয়সাল আজাদ, জান্নাত, সুস্মিতা, আসিফ, নরত্তম, কবির, সোহাগ এবং শাহরিয়ার প্রমূখ।