অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্কঃ
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার সন্ধ্যায় তার এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট রবার্ট দেশটির পার্লামেন্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ের প্রচেষ্টার অংশ হিসেবে এ ভাষণ দেবেন তিনি।
স্টুয়ার্ট রবার্ট জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এই ভিডিও ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
ইউক্রেনে রুশ হামলা শুরুর পর ইতোমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইসরাইল ও জাপানের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন জেলেনস্কি। এ তালিকায় সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে অস্ট্রেলিয়া।
এর আগে সর্বশেষ ইসরাইলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির সঙ্গে ইসরাইলের ইতিহাসের তুলনা টানেন জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে সহায়তার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান তিনি।
ইসরাইলের প্রয়াত প্রধানমন্ত্রী গোল্ডা মায়ারের বিখ্যাত উক্তি উচ্চারণ করে জেলেনস্কি বলেন, আমরা বাঁচতে চাই, কিন্তু প্রতিবেশীরা আমাদের মৃত দেখতে চায়।
তিনি বলেন, ১০২ বছর আগে জার্মানিতে নাৎসি পার্টির জন্ম হয়েছিল, ২৪ ফেব্রুয়ারি তারিখে এই বছর সেই একই তারিখে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছে। নিজের ইহুদি পরিচয় সামনে এনে তিনি ইউক্রেনীয় জনগণের প্রতিরোধে ইসরাইলের সহায়তা কামনা করেন।