নিরাপদ বসত ঘরের অভাবে রব্বানী গাইনের পরিবারের মানবেতর জীবনযাপন
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা জেলাস্থ শ্যামনগর উপজেলাধীন নুরনগর ইউনিয়নের কাটাখালী গ্রামের রব্বানী গাইন একজন দরিদ্র বাসিন্দা ও দিনমজুর। তার সংসারে ৪ জন সদস্য অথচ তিনিই একমাত্র উপার্জনকারী। তার আর্থিক অবস্থাও ভালো নয় এবং তার কোন নিজস্ব ফসলী জমি নাই। পিতার এক টুকরো জমিতে বর্তমানে তিনি একটি জরাজীর্ণ কাঁচা (চাঁচের বেড়া দেওয়া) ঘরে পরিবারের সকলকে নিয়ে অতি কষ্টে ও ঝুঁকির মধ্যে মানবেতর জীবন-যাপন করছেন। বিগত সময়ে প্রাকৃতিক ঝড়ে তার কাঁচা ঘরটি ক্ষতিগ্রস্থ হয়েছে।
একার উপার্জনে সংসার চালাতেই তিনি হিমশিম খাচ্ছেন। যে কোন প্রাকৃতিক বিপর্যয়ের সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রাণ বাঁচানোর জন্য অন্যত্র আশ্রয় নেন।
ঝড়-বৃষ্টি হলেই তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে খুবই দুঃচিন্তায় থাকেন। বর্তমানে তিনি সরকারের অন্য কোন সাহায্যও পান না বলে জানান। একক উপার্জনে ও অভাবের তাড়নায় নিরাপদ কোন ঘর তৈরী করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তিনি একটি সরকারী বসতঘর পাবার জন্য আকুতি জানান।