ডুমুরিয়ায় আটলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রহ্লাদ ব্রহ্ম সভাপতি নির্বাচিত
Post Views:
৩৯২
খুলনা প্রতিনিধিঃ
ডুমুরিয়া উপজেলার আটলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদ নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে বিশিষ্ট সমাজ সেবক প্রহ্লাদ ব্রহ্ম বিজয়ী হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ ২০২২) দুপুর ১২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদের কার্যালয়ে এবং তার পরিচালনায় এ নির্বাচন কার্যক্রম শুরু হয়। নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সংরক্ষিত প্রতিনিধি ও ভূমিদাতাসহ মোট ৯জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে বিশিষ্ঠ সমাজ সেবক প্রহ্লাদ ব্রহ্ম পান ৫ ভোট এবং অপর প্রার্থী মোশাররফ হোসেন পান ৪ ভোট। উল্লেখ্য, ওই বিদ্যালয়ে প্রহ্লাদ ব্রহ্ম এর আগেও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। নির্বাচন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী মোড়লসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।