টিকা পেলেন ১২ কোটি ৭১ লাখ ৬৪ হাজার মানুষ
নিউজ ডেস্ক:
দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন ১২ কোটি ৭১ লাখ ৬৪ হাজার ৩২৩ জন।
স্বাস্থ্য অধিদফতরের মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এখন পর্যন্ত দুই ডোজ টিকা পেয়েছেন ১০ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৪৭৮ জন মানুষ। এছাড়া এ সময়ে টিকার বুস্টার (তৃতীয়) ডোজ পেয়েছেন ৮১ লাখ ৬৪ হাজার ২১১ জন।
এদিকে সোমবার সারাদেশে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে এক লাখ ৯৫ হাজার ৬০৫ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৪ লাখ ৫৯ হাজার ৩০৯ জনকে এবং বুস্টার ডোজ দেওয়া হয়েছে তিন লাখ ৮৩ হাজার ৪৪৪ জনকে।
এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
অধিদফতর জানায়, গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে এখন পর্যন্ত ১ কোটি ৭২ লাখ ৩৪ হাজার ৯০০ জন শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছে ১ কোটি ৪৯ লাখ ১৫ হাজার ৪১৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকার অপেক্ষায় রয়েছেন ২৩ লাখ ১৯ হাজার ৪৮২ জন শিক্ষার্থী।