সুন্দরবনের অবৈধ গাছ জ্বব্দ করেছে বনবিভাগ
Post Views:
৩৯১
শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের আওতায়াধীন শ্যামনগর উপজেলার দাঁতিনা খালী মোড়লবাড়ী নামক স্থানের মৎস্য ঘের হতে সোমবার সকালে সুন্দরবনের অবৈধ কাঠ জ্বব্দ করেছে বন বিভাগের সদস্যরা।
বন বিভাগ সুত্রে জানা যায়,
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের এলাকা দাঁতিনা খালী মোড়লপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে ১৪ পিস পশুর কাঠ, ১৫০ পিস গরান কাঠ জ্বব্দ করেছে, তবে কাঠ চোরাকারবারি কাউকে আটক করতে সম্ভাব হয়নি।
গাছ জব্দ বিষয় বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অবৈধ কাঠ জ্বব্দ করা হয়েছে, এ বিষয়ে কোন প্রকার মামলা হবে কিনা জানতে চাইলে স্টেশন কর্মকর্তা বলেন,জব্দ কৃত মাল যেহেতু পরিতাক্ত স্হানে পাওয়া গেছে সেকারনে ইউ, ডি আর মামলা হবে তাছাড়া জব্দ কৃত মালের প্রকৃত মালিক খোজা হচ্ছে মালিক পাইলে বনবিভাগ থেকে পিও আর মামলা দেওয়া হবে আসামীদের বিরুদ্ধে।