শ্যামনগর কৈখালীতে চোরাকারবারি আরজখান বিএসএফের হাতে আটক
শ্যামনগর ব্যুরোঃ
শ্যামনগর উপজেলার ৫ নং কৈখালী ইউনিয়ন উত্তর কৈখালী সীমান্ত এলাকার শামসুর শেখের পুত্র বিশিষ্ট চোরাকারবারি ও একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট আরজখান গত ২৪ মার্চ ২০২২ তারিখ রাতে ভারতের ঝিঙে ক্যাম্পের বিএসফ আইএনটির গ্রেফতার করেছে বলে জানাগেছে ৷
এলাকা সুত্রে জানা যায় আরজ খান ভারত থেকে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বিভিন্ন মাদক দ্রব্য সহ অবৈধ ভাবে ভারত বাংলাদেশ মানুষ পারাপার করে আসছে ৷ গত কাল রাতে আরজ খান সহ উত্তর কৈখালী গ্রামের খোকন গাজীর দুই পুত্র রাজা, ফরহাদ বাবু, জুব্বার গাজীর পুত্র মফিজুর, মৃত মুছা গাজীর পুত্র হাফিজুর রহমান ২০ জন মানুষকে পাচার করে নিয়ে যায় ভারতে ৷ ভারত সীমান্ত প্রবেশ করে আরজ খানের সহযোগীদের রেখে পাচারকৃত ব্যক্তিদের নিয়ে উপরে উঠা মাত্রই পাচারকারী ব্যক্তিদের সহ আরজ খানকে আটক করে ৷