দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন ডালিম ঘরামী
Post Views:
৬৫৩
শ্যামনগর ব্যুরোঃ
শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের পোড়াকাটলা দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন জেলা পরিষদের সদস্য ডালিম ঘরামী। সোমবার বিকালে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে অনুযায়ী আগামী ২ বছরের জন্য ডালিম ঘরামীর সভাপতি নির্বাচিত করেন ম্যানেজিং কমিটির সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর ইসলাম ( তেজারাত), প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সদস্য সচিব বাবু অনাঙ্গ কুমার মন্ডল, প্রতিষ্ঠাতা সদস্য বাবু খগেন্দ্র নাথ মন্ডল, ভূমিদাতা বাবু ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি বাবু তুষার কান্তি মন্ডল, বাবু আশীষ ঘরামী, শ্রীমতি অনিতা রানী মন্ডল ও অবিভাবক প্রতিনিধি বাবু মৃত্যুন্জয় গাইন, মোঃ সালাউদ্দিন গাজী, তাপস রপ্তান, পরিতোষ বিশ্বাস ও লিপিকা রানী বিশ্বাস।