কলারোয়ায় মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দিনের স্মরণ সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত
Post Views:
৩৬১
কামরুল হাসানঃ
কলারোয়ায় ৭১ এ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোসলেম উদ্দিনের
প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের আয়োজনে সোমবার বেলা ১১ টায় পাবলিক ইনস্টিটিউট চত্বরে
স্মরণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মরহুমের একমাত্র জামাতা ফিরোজ
আহম্মেদ স্বপন। প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত বিআরটিএ চেয়ারম্যান
(অতিরিক্ত সচিব) মশিউর রহমান। উপজেলা আ’লীগের সহ সভাপতি ওয়াদুদ ঢালীর
সভাপতিত্বে স্মরণ সভায় স্মৃতিচারণ করেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক পৌর
মেয়র মরহুমের ভাতিজা মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কেন্দ্রীয় আ’লীগ নেতা
সরদার আমজাদ হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান
বেনজির হোসেন হেলাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রাধান
শিক্ষক আমানুল্লাহ আমান, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান
মফে, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন
হাবিল, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেত্রী বিশাখা তপন সাহা, সাবেক ইউপি
চেয়ারম্যান আ’লীগ নেতা প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান
আসলামুল আলম আসলাম, ক.পা.ই সাধারণ সম্পাদক আ’লীগ নেতা এড. শেখ কামাল
রেজা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিয়ার রহমান, আ’লীগ নেতা প্রধান
শিক্ষক আজিজুর রহমান, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম। উপজেলা আ’লীগের
সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবির পরিচালনায় সভায় উপস্থিত
ছিলেন, ক.পা.ই সভাপতি শেখ সহিদুল ইসলাম, মরহুমের পুত্র গার্লস পাইলট হাইস্কুলের
প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান
শিক্ষক আজহারুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ,
শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী,
মাস্টার আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা মাস্টার হাফিজুর রহমান, পৌর
কাউন্সিলর আকিমুদ্দীন আকি, কাউন্সিলর রফিকুল ইসলাম, শেখ জামিল হোসেন,
মেজবাউদ্দীন নিলু, মহিলা আ’লীগ নেত্রী ইউপি সদস্য রহিমা বেগম কাজল, আ’লীগ
নেতা মফিজুল ইসলাম, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আ’লীগ নেতা মোশারফ হোসেন,
স্বেচ্ছা সেবকলীগ নেতা শেখ আশিকুর রহমান মুন্না, আশরাফ হোসেন, সাঈদুজামান
সাঈদ, আ’লীগ নেতা মাহফুজুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, জাহাঙ্গীর আলম
লিটন, আরিফুল হক চৌধুরী, ফারুক হোসেন, তরিকুল ইসলাম সহ বীর
মুক্তিযোদ্ধাগণ, আ’লীগ নেতা-কর্মী, সুধি ও মরহুমের শুভাকাঙ্খীবৃন্দ। আলোচনা
শেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম মনিরুজ্জামান। উল্লেখ্য,
মুক্তিযুদ্ধকালীন গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসলেম উদ্দীন (৭৮)
২০২১ সালের ২৮ মার্চ সকাল ৬টার দিকে কলারোয়া পৌরসভাধীন (তুলশিডাঙ্গা) নিজ
বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অনুরূপভাবে
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
ভবনে সকাল ১০ টায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি বীর
মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন
চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার
আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আজিবর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাসহ পরিবারের সদস্যগণ।