আগামী বছর থেকে শুরু নারী আইপিএল
স্পোর্টস ডেস্কঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি-২০ টুর্নামেন্টে আগামী বছর নারী সংস্করণ চালু করার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হতে হবে। আগামী বছরের মধ্যে এটি শুরু করার পরিকল্পনা করছি আমরা।’
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানান, নারীদের আইপিএল চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি পাঁচ বা ছয় দলের লিগ হতে পারে।
এদিকে, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে নারীদের ঘরোয়া টি-২০ আসর হয়ে থাকে। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড, নারীদের বিগ ব্যাশ ও নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে নারীরা খেলে থাকেন।
সম্প্রতি নারী ক্রিকেটারদের নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) আয়োজন করতে যাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। তিন দল নিয়ে নারীদের সিপিএলের প্রথম আসরে মাঠে গড়াবে ৩০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মাঝে।
Please follow and like us: