জয় দিয়ে আইপিএলে কলকাতার যাত্রা শুরু
স্পোর্টস ডেস্কঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী ম্যাচেই রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে সহজ জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শনিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩১ রান সংগ্রহ করে চেন্নাই।
জবাবে ৯ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় পায় নাইটরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি চেন্নাইয়ের। তৃতীয় বলেই বিদায় নেন ওপেনার রিতুরাজ গাইকোয়াড। আরেক ওপেনার ডেভন কনওয়েও বেশিক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ২৮ রানে ব্যক্তিগত ৩ রান করে বিদায় নেন তিনি
তবে ব্যাট করতে নেমে মহেন্দ্র সিং ধোনি ধরা দিলেন চিরচেনা রূপে। মাত্র ৩৮ বলে তুলে নিলেন মৌসুমের প্রথম অর্ধশতরান। কঠিন পরিস্থিতি থেকে সিএসকে-কে ধোনিই পৌঁছে দেন সম্মানজনক জায়গায়। ধনী যখন ব্যাট হাতে মাঠে নামলেন, তখন চেন্নাই সুপার কিংসের রীতিমতো শোচনীয় অবস্থা। ১০ ওভারে মাত্র ৬১ রানে পড়ে গিয়েছে ৫টি উইকেট।
চাপের মুহূর্তে নেমে ১৭ নম্বর ওভার থেকে খেলার মোড় ঘোরান বিশ্বের অন্যতম সেরা ফিনিশার। সঙ্গে ছিলেন জাদেজা। শেষ ৩ ওভারে ৪৭ রান তোলে চেন্নাই। সিএসকের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৩১ রানে। আর ধোনি শেষ করেন ৩৮ বলে ৫০ রানে। জাদেজা ২৮ বলে ২৬ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে কেকেআর। প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তুলে ফেলেন অজিঙ্কা রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার। আইয়ারের ইউকেটের পতনের পর ১৭ বলে ২১ রানের ক্যামিও খেলেন নীতীশ রানা। তার উইকেটের পর অবশ্য কিছুটা কমে যায় রান রেট। রাহানে ভাল খেললেও অন্যদিকে খানিকটা চাপ তৈরির চেষ্টা করে জাদেজার চেন্নাই। ৩৪ বলে ৪৪ রান করে রাহানে আউট হওয়ার পর সেই চাপ আরও বাড়ে। তবে শেষ পর্যন্ত অধিনায়ক শ্রেয়স আইয়ার (২০) এবং স্যাম বিলিংস (২৫) সহজেই কেকেআরকে জয় এনে দেন।