শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক এম.এ ফারুকের সুস্থতা কামনায় কলারোয়া প্রেসক্লাব
কামরুল হাসানঃ
কলারোয়ার কৃতি সন্তান শিক্ষা ভবন-ঢাকা’র প্রাক্তন সহকারী পরিচালক, যশোর শিক্ষাবোর্ডের প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক এম.এ ফারুকের (৭৬) সুস্থতা কামনা করেছেন কলারোয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কিডনীসহ বার্ধক্যজনিত নানান রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি ঢাকাতে তিনি চিকিৎসকের পরামর্শে স্ত্রী, ছেলে, মেয়েদের পরিচর্যা শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতালের অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে কলারোয়া পৌরসভাধীন নিজ বাড়িতে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তার (ফারুক স্যার) দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সিনিয়র সহ.সভাপতি হাসান মাসুদ পলাশ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, কার্য নির্বাহী সদস্য মাস্টার সাইফুলইসলাম ও সদস্য মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম, রাজু রায়হান ও জাহাঙ্গীর হোসেনসহ শুভাকাঙ্খীবৃন্দ।
উল্লেখ্য, অসুস্থ উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্ষিয়ান নেতা শিক্ষাবিদ অধ্যাপক এম.এ ফারুক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের রাজনৈতিক সহচর প্রাক্তন এমসিএ প্রয়াত মমতাজ আহম্মেদ’র জ্যেষ্ঠ পুত্র। অধ্যাপক এমএ ফারুকের স্নেহভাজন বোন ইলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস রায়হান সকলের কাছে মিঞা ভাইয়ের (এম.এ ফারুক) দ্রুত সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।