আঠারমাইল তাহ্ফিজুল কুরআন নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল
Post Views:
৪৪১
আব্দুর রশিদঃ
ডুমুরিয়ার ঐতিয্যবাহী আঠারমাইল তাহ্ফিজুল কুরআন নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের ন্যায় ৪র্থ বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যার প্রতিষ্ঠাতা ও সভাপতি শেখ আশরাফুল ইসলাম। মঙ্গলবার (২২ মার্চ ২০২২) বাদ আসর আঠারমাইল বাজার সাতক্ষীরা রোড মাদ্রাসা সংলগ্ন মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পবিত্র কুরআন থেকে তাফসির করেন আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কুরআন ও উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওঃ মোঃ নিয়ামাতুল্লাহ নোমান- ঢাকা। মাহফিলে বিশেষ বক্তা হিসাবে তাফসির করেন সুমিষ্টভাষী বক্তা ও মোফাচ্ছেরে কুরআন হযরত মাওঃ মুফতি মোঃ মনজুরুল ইসলাম সাইফী- ঢাকা।
মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব শেখ আব্দুল হাই। এছাড়াও অন্যান্য উলামায়ে কেরামগণ মাহফিলে তাশরিফ আনেন । উলেখ্য অত্র মাদ্রাসায় ৩ টি শিক্ষা বিভাগ রয়েছে। নূরানী বিভাগ, মহিলা বিভাগ, হেফজ বিভাগ চালু অবস্হায় ছাত্র/ ছাত্রীদের দ্বীনের শিক্ষা দেওয়া হয়। অত্র মাূ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী শহীদুল ইসলাম বার্ষিক মাহফিল সফল করার জন্য সকলের প্রতি ধন্যবাদ জানান।