সাতক্ষীরা-খুলনা মহাসড়ক দূর্ঘটনায় আহত-১০
ফারুক সাগর :
সাতক্ষীরা- খুলনা মহাসড়কে পরিবহনের সাথে মাহিন্দ্রার সংঘর্ষে ১০জন আহত হয়েছে। তবে দূর্ঘটনায় আহতদের নাম পরিচয় কিছুই পাওয়া যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে । আহতদের মধ্যে একনারী ও এক শিশুর অবস্তা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে স্থানান্তর করেছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানা গেছে।
সোমবার বিকালে মহাসড়কের শাকদাহ নামক স্থানে দূর্ঘটনটি ঘটে।প্রত্যক্ষদর্শী কৃষকলীগ নেতা গৌতম কর্মকার জানায়, সোমবার বিকালে ডলফিণ পরিবহনের একটি গাড়ি কুয়াকাটা থেকে সাতক্ষীরার দিকে ফিরছিলেন ওই সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রার সাথে মহাড়কের শাকদাহ এলাকায় সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি খাদে পড়ে চালকসহ ১০যাত্রী আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।তবে আহত যাত্রীদের মধ্যে এক নারী ও শিশুর অবস্তা আশঙ্কা জনক বলে জানান তিনি।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় জানান, দূর্ঘটনায় আহতরা সাতক্ষীরায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ এসে পরিবহনটি তাদের হেপাজতে নিয়ে গেছে।
Please follow and like us: